• সাধারণ জ্ঞান আন্তজার্তিক বিষয়াবলী



    সাধারণ জ্ঞান আন্তজার্তিক বিষয়াবলী – প্রশ্ন ও উত্তর

    ✬প্রশ্নঃ আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
    উঃ ভ্যাটিকান।

    ✬প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
    উঃ চীন।

    ✬প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
    উঃ ভ্যাটিকান।

    ✬প্রশ্নঃ পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?
    উঃ ২৩৩ টি।

    ✬প্রশ্নঃ পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
    উঃ ২০৩ টি।

    ✬প্রশ্নঃ পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
    উঃ ১৯৫ টি।

    ✬প্রশ্নঃ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
    উঃ ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)

    ✬প্রশ্নঃ পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
    উঃ ১২২ টি।

    ✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?
    উঃ হ্যামারফাস্ট (নরওয়ে)।

    ✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
    উঃ পুয়োটো উইলিয়াম (চিলি)।

    ✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
    উঃ চিলি।

    ✬প্রশ্নঃ পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
    উঃ ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।

    ✬প্রশ্নঃ পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী?
    উঃ জাপান, ইন্দোনেশিয়া।

    ✬প্রশ্নঃ পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
    উঃ রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।

    ✬প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
    উঃ ইন্দোনেশিয়া।

    ✬প্রশ্নঃ বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
    উঃ চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।

    ✬প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী?
    উঃ ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।

    ✬প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
    উঃ প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ কি.মি.)

    ✬প্রশ্নঃ টাইটানিক জাহাজ ডুবে যায় কত সালে?
    উত্তরঃ ১৯১২ সালে।

    ✬প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
    উত্তরঃ ট্রিগভেলি (নরওয়ে)।

    ✬প্রশ্নঃ প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান কে?
    উত্তরঃ আনোয়ার সাদাত।

    ✬প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
    উত্তরঃ ১১ জুলাই।

    ✬প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
    উত্তরঃ ৭ এপ্রিল।

    ✬প্রশ্নঃ SAPTA ভূক্ত দেশ কয়টি?
    উত্তরঃ ৮ টি।

    ✬প্রশ্নঃ UNICEF ও UNFPA এর সদর দপ্তর কোথায় অবাস্থিত?
    উত্তরঃ নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।

    ✬প্রশ্নঃ ভিয়েতনামের মুদ্রার নাম কি?
    উত্তরঃ ডং।

    ✬প্রশ্নঃ বিশ্বের গভীরতম খাত কোনটি?
    উত্তরঃ ম্যারিয়ানা খাত।

    ✬প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
    উত্তরঃ কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।

    ✬প্রশ্নঃ আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
    উত্তরঃ জর্ডান।

    ✬প্রশ্নঃ সবচেয়ে ছোট পাখির নাম কি?
    উত্তরঃ হামিং বার্ড।

    ✬প্রশ্নঃ সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি?
    উত্তরঃ অ্যালবাটর্স।

    ✬প্রশ্নঃ NASA এর সদর দপ্তর কথায় অবস্থিত?
    উত্তরঃ ওয়াসিংটন ডিসি।

    ✬প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি?
    উত্তরঃ কংগ্রেস।

    ✬প্রশ্নঃ আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে?
    উত্তরঃ জর্জ ওয়াসিংটন।

    ✬প্রশ্নঃ পলাশীর যুদ্ধ শুরু হয় কবে?
    উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন।

    ✬প্রশ্নঃ A Brief History of time- গ্রন্থের লেখক কে?
    উত্তরঃ স্টিফেন হকিং।

    ✬প্রশ্নঃ প্রথম অলিম্পিক শুরু হয় কবে?
    উত্তরঃ ৭৭৬ খ্রিষ্টাব্দে।

    ✬প্রশ্নঃ ইরাক- মার্কিন যুদ্ধ শুরু হয় কবে?
    উত্তরঃ ২০ মার্চ ২০০৩সালে।

    ✬প্রশ্নঃ হিরোশিমায় এটম বোমা ফেলা হয় কবে?
    উত্তরঃ ১৯৪৫ সালের ৬ আগস্ট।

    ✬প্রশ্নঃ “আবু সায়াফ” কি?
    উত্তরঃ ফিলিপাইনের গেরিলা সংস্থা।

    ✬প্রশ্নঃ “ফোর্স সেভেনটিন” কি?
    উত্তরঃ ফিলিস্তিনের গেরিলা সংস্থা।

    ✬প্রশ্নঃ “কারেন” কি?
    উত্তরঃ মায়ানমারের গেরিলা সংস্থা।

    ✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
    উত্তরঃ ওশেনিয়া।

    ✬প্রশ্নঃ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তরঃ নিউওয়ার্ক।

    ✬প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণি কোনটি?
    উত্তরঃ কচ্ছপ।

    ✬প্রশ্নঃ পাখির রাজা বলা হয় কাকে?
    উত্তরঃ ঈগল।

    ✬প্রশ্নঃ হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?
    উত্তরঃ ফিনল্যান্ড।

    ✬প্রশ্নঃ জাতিসংঘের সর্বশেষ সদস্য কোন দেশ?
    উত্তরঃ দক্ষিণ সুদান।

    ✬প্রশ্নঃ IFC এর পূর্ণরূপ কি?
    উত্তরঃ International Finance Corporation

    ✬প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে সংঘঠিত হয়?
    উত্তরঃ ১৭৫৭ সালে।

    ✬প্রশ্নঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কবে জার্মানি আত্ন সমর্পণ করে?
    উত্তরঃ ১৯৪৫ সালের মে মাসে।

    ✬প্রশ্নঃ OIC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তরঃ জেদ্দায়, সৌদি আরব।

    ✬প্রশ্নঃ ২০১০ সালের ফুটবলের অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল?
    উত্তরঃ জাকুমি।

    ✬প্রশ্নঃ বিশ্বের ৫০ বছরের সেরা ফুটবলার কে?
    উত্তরঃ পেলে।

    ✬প্রশ্নঃ রাজীব গান্ধীর হত্যাকারী নারীর নাম কি?
    উত্তরঃ ললিনী।

    ✬প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা স্পীকারের নাম কি?
    উত্তরঃ ফাহমিদা মির্জা।

    ✬প্রশ্নঃ ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
    উত্তরঃ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে।

    ✬প্রশ্নঃ ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
    উত্তরঃ ইংল্যান্ডে।

    ✬প্রশ্নঃ OPEC- এর সদর দপ্তর কোথায়?
    উত্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া।

    ✬প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে পপ তারকা কে?
    উত্তরঃ মাইকেল জ্যাকসন।

    ✬প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহন করেন?
    উত্তরঃ আল বেনিয়া।

    ✬প্রশ্নঃ শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মহিলার নাম কি?
    উত্তরঃ বার্থাভান সুটনার।

    ✬প্রশ্নঃ মানবাধিকার বাস্তবায়নে আন্তজার্তিক চুক্তির স্বাক্ষরিত হয় কবে?
    উত্তরঃ ১৯৪৮ সালে।

    ✬প্রশ্নঃ হ্যরিপটার কি?
    উত্তরঃ সাম্প্রতিক কালে সর্বাধিক বিক্রিত একটি শিশুতোষ বই।

    ✬প্রশ্নঃ সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়?
    উত্তরঃ নয়াদিল্লি, ভারত।

    ✬প্রশ্নঃ প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
    উত্তরঃ কাঠমন্ডুতে।

    ✬প্রশ্নঃ আধুনিক অলিম্পিকের জনক কে?
    উত্তরঃ ব্যরন পিয়ারে দ্য কুবার্তা।

    ✬প্রশ্নঃ ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে?
    উত্তরঃ দিয়াগো ফোরলান, উরুগুয়ে।

    ✬প্রশ্নঃ ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট লাভ করেন কে?
    উত্তরঃ থমাস মুলার, জার্মানি।

    ✬প্রশ্নঃ ২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তরঃ ব্রাজিলে।

    ✬প্রশ্নঃ বিশ্বে প্রতি সেকেন্ডে লোক বৃদ্ধির সংক্যা কত?
    উত্তরঃ ৩ জন।

    ✬প্রশ্নঃ স্টিফেন হকিং কে?
    উত্তরঃ একজন পদার্থবিদ।

    ✬প্রশ্নঃ আন্তজার্তিক দুর্নীতি বিরোধী একাডেমী(IACA) যাত্রা শুরু করে কবে থেকে?
    উত্তরঃ ২ সেপ্টেম্বর ২০১০সাল।

    ✬প্রশ্নঃ আন্তজার্তিক দুর্নীতি বিরোধী একাডেমী(IACA) এর সদর দপ্তর কোথায়?
    উত্তরঃ লাক্সেনবার্গ (অষ্ট্রিয়া)

    ✬প্রশ্নঃ পৃথিবীর আয়তন কত?
    উত্তরঃ ৫১,১০,০০,০০০ বর্গ কি. মি.।

    ✬প্রশ্নঃ সূর্য কত বছর পর সোলার সুনামি (Solar Tsunami) সৃষ্টি করে?
    উত্তরঃ ১১ বছর পর পর।

    ✬প্রশ্নঃ সোলার ঈগল কি?
    উত্তরঃ সৌরশক্তিচালিত চালকবিহীন গোয়েন্দা বিমান (নির্মাতা প্রতিষ্ঠান- বোয়িং)

    ✬প্রশ্নঃ বিশ্বের উল্লেখ্যযোগ্য ট্যাবলেট কম্পিউটার কি কি?
    উত্তরঃ ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।

    ✬প্রশ্নঃ পৃথিবীর প্রধান ভাষা কয়টি?
    উত্তরঃ ১৬০ টি।

    ✬প্রশ্নঃ সংখ্যার দিক থেকে সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি?
    উত্তরঃ চীন।

    ✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোথায়?
    উত্তরঃ ভারতে।

    ✬প্রশ্নঃ “সিনহুয়া” সংবাদ সংস্থাটি কোথায় অবস্থিত?
    উত্তরঃ চীনে।

    ✬প্রশ্নঃ ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কাদেরকে?
    উত্তরঃ মিশরীয়দের কে।

    ✬প্রশ্নঃ ইসরাইলে চালকবিহীন জঙ্গি বিমানের নাম কি?
    উত্তরঃ ইটান যার অর্থ “শক্তিশালী”।

    ✬প্রশ্নঃ ফেব্রুয়ারী ২০১০সালে কোন দেশ প্রথম জেলার রশ্মি দিয়ে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে?
    উত্তরঃ যুক্তরাষ্ট্র।

    ✬প্রশ্নঃ ১১ ফেব্রুয়ারী ২০১০সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গভেষণা সংস্থা নাসা সূর্য অভিযানে কোন কৃত্রিম উপগ্রহটি পাঠায়?
    উত্তরঃ সোলার ডায়নামিক অব্জারভেটরি(SDO).

    ✬প্রশ্নঃ ২০১০ সালে গোল্ডেন গ্লোব পুরষ্কারে সেরা চলচিত্র কোনটি?
    উত্তরঃ অ্যাভাটার।

    ✬প্রশ্নঃ অ্যাভাটার চলচিত্রের পরিচালক কে?
    উত্তরঃ জেমস ক্যামরন।

    ✬প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি?
    উত্তরঃ রিয়াদ উইমেনস বিশ্ববিদ্যালয়।

    ✬প্রশ্নঃ আন্তজার্তিক নদী বলা হয় কোন নদীকে?
    উত্তরঃ দানিয়ুব নদীকে।

    ✬প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?
    উত্তরঃ ১৯১৪ সালে।

    ✬প্রশ্নঃ বি-৫২ কি?
    উত্তরঃ একধরনের বোমার বিমান।

    ✬প্রশ্নঃ জাপানের পার্লামেন্টের নাম কি?
    উত্তরঃ ডায়েট।

    ✬প্রশ্নঃ নেপালের পার্লামেন্টের পূর্ব নাম কি?
    উত্তরঃ পঞ্চায়েত।

    ✬প্রশ্ন: স্টেট ডুমা কোন দেশের আইন সভা?
    উত্তর: রাশিয়া।

    ✬প্রশ্ন: ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?
    উত্তর: এশিয়া।

    ✬প্রশ্ন: ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল?
    উত্তর: নেদারল্যান্ডস।

    ✬প্রশ্ন: ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন?
    উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)।

    ✬প্রশ্ন: ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?
    উত্তর : নিউইয়র্ক।

    ✬প্রশ্ন: ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত?
    উত্তর : পর্তুগালের লিসবনে।

    ✬প্রশ্ন: বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?
    উত্তর : এশিয়া ও ইউরোপকে।

    ✬প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
    উত্তর : গ্রান্ডখাল (চীন)।

  • 0 Comments:

    MechContent

    Click on the link (MC) next to about our online class.

    MC

    ADDRESS

    Sardagong-1346, Gobindbari, Gazipur Sadar

    EMAIL

    mechcontent.duet@gmail.com
    abutuhin.duet@gmail.com

    TELEPHONE

    +880 9696 082 630
    +880 01601 082 630

    MOBILE

    01601 082 630
    01601 08 26 30