• বিভিন্ন দিবস মনে রাখার সহজ উপায় সমূহ




    মাসের দিবস মনে রাখার জন্য আমরা কত বার করেই না পড়ি । কিন্তু তার পরেও আমরা ভুলে যায় । কেননা আমরা সুত্র বা ছন্দ দিয়ে পড়ি না । এমনকি আমরা অনেকে হয়তো জানিই না যে কোনো, মাসের দিবস মনে রাখার আবার সূত্র বা ছন্দ থাকতে পরে ।

    কিন্ত সত্যিই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে কোনো মাসের দিবস মনে রাখার সহজ ছন্দ। বিষেশ করে য়ারা বিসিএস, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অথবা  চাকরির জন্য় প্রস্তুুতি নিচ্ছেন তাদের জন্যই আমার এই লেখা।

    জানুয়ারি-

    ২ জানুয়ারি জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবসে ১৫ জন ধর্ম গ্রহণ করে।

    ★ ২জানুয়ারি-জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস

    ★ ১৫ জানুয়ারি -বিশ্ব ধর্ম দিবস

    ফেব্রুয়ারি-

    ফেব্রুয়ারি মাসে ২,৪ জন জলাভূমি ও ক্যান্সারে আক্রান্ত হয়।

    ★২ফেব্রুয়ারি – জলাভূমি দিবস

    ★৪ ফেব্রুয়ারি-ক্যান্সার দিবস

    মার্চ-

    ৮ই মার্চের নারী দিবস উপলক্ষে ২১,২২,২৩,২৪ তারিখে বর্ণ বৈষম্য,পানি,আবহাওয়া ও যক্ষা নিয়ে ২৭ মার্চ পর্যন্ত নাটক চলে।

    ★৮মার্চ -নারী দিবস

    ★২১মার্চ-বর্ণ বৈষম্য দিবস

    ★২২মার্চ-পানি দিবস

    ★২৩মার্চ- আবহাওয়া দিবস

    ★২৪মার্চ-যক্ষা দিবস

    ★২৭ মার্চ-নাট্য দিবস

    এপ্রিল-

    ২এপ্রিল অটিজম সচেতনতা দিবসে ৭ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে ২২ এপ্রিল ধরিত্রী সম্মেলনে পাঠানো হয়।

    ★২এপ্রিল-অটিজম সচেতনতা দিবস

    ★৭এপ্রিল-স্বাস্থ্য দিবস

    ★২২এপ্রিল-ধরিত্রী দিবস

    মে-

    ১ই মে শ্রমিকদের উন্নয়নের জন্য ৮ জন রেডক্রস সদস্য শান্তিরক্ষা মিশনের ২৯ জন সদস্যকে নিয়ে ৩১ জেলাকে তামাক মুক্ত করে।

    ★১ মে- শ্রমিক দিবস

    ★৮ মে-রেডক্রস দিবস

    ★২৯ মে-জাতিসংঘের শান্তিরক্ষা দিবস

    ★৩১ মে- তামাক মুক্ত দিবস

    জুন-

    ১ই জুন শিশু দিবসে ৫ জন পরিবেশবিদ ২৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে।

    ★১ জুন-শিশু দিবস

    ★৫ জুন-পরিবেশ দিবস

    ★২৬ জুন-মাদক বিরোধী দিবস

    জুলাই-

    ১১ই জুলাই জনসংখ্যা দিবসের পরের দিন মালালা হয় এবং ১৮ই জুলাই ম্যাণ্ডেলা হয়।

    ★১১ জুলাই-জনসংখ্যা দিবস

    ★১২জুলাই-মালালা দিবস

    ★১৮জুলাই-নেলসন ম্যান্ডেলা দিবস

    আগস্ট-

    প্রতিবছর আগস্ট মাসে ১ জন মাতৃদুগ্ধ শিশুসসহ ৯ জন আদিবাসী নিহত হয়।

    ★১আগস্ট -মাতৃদুগ্ধ দিবস

    ★৯আগস্ট -আদিবাসী দিবস

    সেপ্টেম্বর-

    ৮ই সেপ্টেম্বর সাক্ষরতা দিবসে ১৫ টি গনতান্ত্রিক রাষ্ট্রের ১৬ কেজি ওজনের ২১ জন শান্তির দূত ২৭ টি পর্যটন কেন্দ্র ভ্রমণ করেন।

    ★৮ সেপ্টেম্বর-সাক্ষরতা দিবস

    ★১৫ সেপ্টেম্বর-গণতন্ত্র দিবস

    ★১৬ সেপ্টেম্বর-ওজনস্তর দিবস

    ★২১ সেপ্টেম্বর-শান্তি দিবস

    ★২৭ সেপ্টেম্বর-পর্যটন দিবস

    অক্টোবর –

    অক্টোবরে ১জন প্রবীণ, ২জন অহিংসা ও ৫জন শিক্ষক ১৪,১৫,১৬,১৭ তারিখে মানের জন্য সাদা খাদ্য খেয়ে দারিদ্র দূর করার কারণে ২৪ তারিখ জাতিসংঘ তাদেরকে পুরষ্কিত করে।

    ★১ অক্টোবর-প্রবীণ দিবস

    ★২ অক্টোবর-অহিংসা দিবস

    ★৫ অক্টোবর-শিক্ষক দিবস

    ★১৪ অক্টোবর-মান দিবস

    ★১৫ অক্টোবর-সাদা ছড়ি দিবস

    ★১৬ অক্টোবর-খাদ্য দিবস

    ★১৭ অক্টোবর-দারিদ্র দূরীকরণ দিবস

    ★২৪ অক্টোবর-জাতিসংঘ দিবস

    নভেম্বর-

    ১৪ই নভেম্বর ডায়াবেটিস দিবসে ১৭ জন শিক্ষার্থী মিলে ২৫ জন নারীকে প্রতিরোধ করে।

    ★১৪ নভেম্বর-ডায়াবেটিস দিবস

    ★১৭ নভেম্বর- শিক্ষার্থী দিবস

    ★২৫ নভেম্বর- নারী নির্যাতন প্রতিরোধ দিবস

    ডিসেম্বর-

    ডিসেম্বরে ১জন AIDS রুগী, ৩ জন প্রতিবন্ধী, ৯জন দূর্নীতিবাজ ও ১০ জন মানবাধিকার কর্মী নিহত হয়।

    ★১ ডিসেম্বর-AIDS দিবস

    ★৩ ডিসেম্বর-প্রতিবন্ধী দিবস

    ★৯ ডিসেম্বর-দূর্নীতি বিরোধী দিবস

    ★১০ ডিসেম্বর- মানবাধিকার দিবস

    সহজেই সকল মাসের দিবস মনে রাখার উপায় সম্পর্কে বলার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের উপকারের জন্যই আমরা পোষ্ট করি।

  • 3 Comments:

    Unknown said...

    Tnq u dear

    MechContentTuhin said...

    Welcome

    Unknown said...

    process টা অনেক সুন্দরলাগলো ভাইয়া,,আন্তরিক ধন্যবাদ

    MechContent

    Click on the link (MC) next to about our online class.

    MC

    ADDRESS

    Sardagong-1346, Gobindbari, Gazipur Sadar

    EMAIL

    mechcontent.duet@gmail.com
    abutuhin.duet@gmail.com

    TELEPHONE

    +880 9696 082 630
    +880 01601 082 630

    MOBILE

    01601 082 630
    01601 08 26 30