• বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান (General knowledge of Bangladesh affairs)

      

    বাংলাদেশ বিষয়বলীর টপিক্স অনুযায়ী রচিত


    বাংলাদেশ পরিচিত


    বাংলাদেশ বিভিন্ন সংস্থার সদস্য


    বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও প্রাচীন নাম এবং গুরুত্বপূর্ণ জনপদ

    প্রশ্নরূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
    উত্তরসোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে


    বাংলাদেশে প্রথম, উচ্চতম, গভীরতম, বৃহত্তম ও দীর্ঘতম

    প্রশ্নবাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
    উত্তরজান্নাতুল ফেরদৌস

    প্রশ্নবাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
    উত্তরনাজমুন আরা সুলতানা

    প্রশ্নআয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
    উত্তরপার্বত্য রাঙামাটি


    বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

    প্রশ্নবাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
    উত্তরকচুবাড়ির কৃষ্টপুরঠাকুরগাঁও

    প্রশ্নবাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
    উত্তরশিব নারায়ণ দাস


    বাংলাদেশের অর্থনীতি, রপ্তনী ও বাণিজ্য

    প্রশ্নবাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
    উত্তর মার্চ১৯৭২ সালে


    বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু, ও প্রাকৃতিক দূর্যোগ

    প্রশ্নবাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
    উত্তরমৌলভীবাজার


    বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠী

    প্রশ্নরাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
    উত্তরকক্সবাজার জেলায়


    বাংলাদেশের ক্রীড়া, সঙ্গীত, সাহিত্য ও পুরস্কার


    বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদপত্র

    প্রশ্নবাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
    উত্তরউত্তরাধিকার


    বাংলাদেশের গুরুত্বপূর্ন চুক্তিসমূহ


    বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী


    বাংলাদেশের ছিটমহল ও সীমান্তবর্তী এলাকা


    বাংলাদেশের জনসংখ্যা, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা


    বাংলাদেশের জাতীয় বিষয়াবলী


    বাংলাদেশের জাতীয় সংসদ, সংসদ আইন ও বিল


    বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থান, স্থাপত্য ও ভাস্কর্য


    বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ 


    বাংলাদেশের বাজেট ও উন্নয়ন পরিকল্পনা


    বাংলাদেশের বিভিন্ন কমিশন সমূহ


    বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পরিচিতি

    প্রশ্নকিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
    উত্তর১৯৯৭ সালে


    বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও প্রাচীন নাম এবং গুরুত্বপূর্ন জনপদ


    বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তি


    বাংলাদেশের র্সংবিধান

    প্রশ্নসংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
    উত্তরবেগম রাজিয়া বানু

    প্রশ্নরাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
    উত্তরজাতীয় সংসদের স্পিকার

    বাংলাদেশর সম্পদ (শিল্প, কৃৃিষ, মৎস্য, পানি, খনিজ ও গ্যাস সম্পদ)


    বাংলাদেশের সাগর-নদী, পাহাড়-পর্বত, হাওড়-বিল, চর ও দ্বীপ সম্পর্কিত তথ্যবলী

    প্রশ্নসাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
    উত্তরপটুয়াখালী

    প্রশ্নবাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
    উত্তরচলন বিল

    প্রশ্নবাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
    উত্তরফেনী

    প্রশ্নবাঙালি  যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
    উত্তরবগুড়ায়

    প্রশ্নপদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
    উত্তরমুন্সীগঞ্জ  শরীয়তপুর

    প্রশ্নবাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
    উত্তরকুতুবদিয়া

    বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধেও ইতিহাস

    প্রশ্নমুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
    উত্তররেসকোর্স ময়দানে

    প্রশ্নবঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
    উত্তরপঞ্চম তফসিলে

    প্রশ্নমোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে?
    উত্তরগোবিন্দ হালদার

    প্রশ্নআসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
    উত্তর১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

    প্রশ্নজাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
    উত্তরসম্মিলিত প্রয়াস

    প্রশ্নবঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
    উত্তর৪৬৮২ দিন

    প্রশ্নবাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
    উত্তররাজারবাগঢাকা

    ✬প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কী?

    উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিলো?

    উত্তরঃ দুই নম্বর সেক্টর

    ৩. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?

    উত্তর : ইয়াহিয়া খান

    ৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?

    উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)

    ৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত ছিলো?

    উত্তরঃ প্রায় দশ লক্ষ

    ৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?

    উত্তরঃ এম. মনসুর আলি।

    ৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?

    উত্তরঃ এম. এফ

    ৮.রাজাকার বাহিনি গঠন করেন কে?

    উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ

    ৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?

    উত্তরঃ ৩রা নভেম্বর

    ১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

    উত্তরঃ সেগুনবাগিচা

    ১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?

    উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট

    ১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?

    উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    ১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?

    উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই

    ১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

    উত্তর: ১১টি সেক্টরে

    ১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

    উত্তর: ১৪ ডিসেম্বর

    ১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?

    উত্তর: প্রায় ৩০ লাখ

    ১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?

    উত্তর: চারটি

    ১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?

    উত্তর: ‘জয় বাংলা’।

    ১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?

    উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর

    ২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভু‌র্ক্ত ছিল?

    উত্তরঃ ১০নং সেক্টরে

    ২১. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?

    উত্তরঃ গেরিলা আক্রমন ও সম্মুখ যুদ্ধ

    ২২. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?

    উ: ২৩ মার্চ ১৯৬৬

    ২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

    উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম


    প্রশ্নমুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?
    উত্তর৪টি

    বাংলা সমাজ সংস্কারক ও বিখ্যাত ব্যক্তিবর্গ

    প্রশ্নবাংলা মুদ্রাক্ষরের জনক কে?
    উত্তরচার্লস উইলকিনস

    বিবিধ বাংলাদেশ

    প্রশ্নবাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
    উত্তর১৯৭৪ সালে

    প্রশ্নআয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
    উত্তর৯০ তম

    প্রশ্নজীবন তরী কী?
    উত্তরএকটি ভাসমান হাসপাতাল

    প্রশ্নবাংলাদেশ বিমানের প্রতীক কী?
    উত্তরউড়ন্ত বলাকা

    প্রশ্ননজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
    উত্তরবাংলা একাডেমী প্রাঙ্গণে

    প্রশ্নবাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
    উত্তরপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন


    বিশ্ব ঐতিহ্য ও বাংলাদেশে

    প্রশ্নমুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
    উত্তরনওয়াব আবদুল লতিফ


    আর্ন্তজাতিক দিবসসমূহ


    তারিখ মাস দিবস
    ২৬ জানুয়ারী আর্ন্তজাতিক শুল্ক দিবস
    ২ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক জলাভূমি দিবস
    ৬ ফেব্রুয়ারী বিশ্ব ক্যান্সার দিবস
    ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস
    ২০ ফেব্রুয়ারী বিশ্ব সামাজিক 
    ন্যায়বিচার দিবস
    ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস
    ২৪ ফেব্রুয়ারী আল কুদস দিবস
    ২৮ ফেব্রুয়ারী ডায়াবেটিস দিবস
    ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস
    ১৫ মার্চ বিশ্ব পঙ্গু দিবস
    ১৫ মার্চ বিশ্ব ক্রেতা স্বাধীনতা দিবস
    ২১ মার্চ বিশ্ব বন দিবস
    ২১ মার্চ বর্ণবৈষম্য বিরোধী 
    আর্ন্তজাতিক দিবস
    ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস
    ২২ মার্চ বিশ্ব পানি দিবস
    ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস
    ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস
    ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস
    ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস
    ২২ এপ্রিল ধরিত্রী দিবস
    ২৩ এপ্রিল বিশ্ব বই ও কপি রাইট দিবস
    ২৫ এপ্রিল আর্ন্তজাতিক ম্যালেরিয়া দিবস
    ২৬ এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস
    ২৯ এপ্রিল আর্ন্তজাতিক নৃত্য দিবস

    ১ মে মে দিবস
    ৩ মে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস
    মে মাসের ১ম মঙ্গলবার বিশ্ব হাঁপানী দিবস
    ৪ মে আর্ন্তজাতিক অগ্নি নির্বাপণকারী দিবস
    ৮ মে বিশ্ব রেডক্রস দিবস
    ১২ মে আর্ন্তজাতিক নার্স দিবস
    মে মাসের ২য় শনিবার বিশ্ব সুষ্ঠু 
    বানিজ্য দিবস
    ১৫ মে আর্ন্তজাতিক পরিবার দিবস
    ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস / বিশ্ব তথ্য সমাজ দিবস
    ১৮ মে আর্ন্তজাতিক জাদুঘর দিবস
    মে মাসের ২য় রবিবার বিশ্ব মা দিবস
    ২৪ মে কমনওয়েলথ দিবস
    ২৯ মে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী দিবস
    ৩১ মে বিশ্ব ধুমপান বর্জন দিবস
    ৪ জুন নিরিহ শিশু নির্যাতন দিবস
    ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস
    ৮ জুন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস
    ৮ জুন বিশ্ব ব্রেইন টিউমার দিবস
    ১২ জুন আর্ন্তজাতিক শিশু শ্রম 
    বিরোধী দিবস
    ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস
    ১৭ জুন বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস
    ১৮ জুন আর্ন্তজাতিক বনভোজন দিবস
    ২০ জুন বিশ্ব শরনার্থী দিবস
    ২১ জুন আর্ন্তজাতিক সংগীত দিবস
    ২৩ জুন জাতিসংঘ জনসেবা দিবস
    জুন মাসের ৩য় বরিবার বিশ্ব বাবা দিবস
    ২৬ জুন মাদক বিরোধী আর্ন্তজাতিক দিবস

    জুলাই-১ম শনিবার আর্ন্তজাতিক সমবায় দিবস
    ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস
    ১ আগস্ট বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস
    ৬ আগস্ট হিরোশিমা দিবস
    ৭ আগস্ট বিশ্ব অধিবাসী দিবস
    ৯ আগস্ট নাগাসাকি দিবস
    ৯ আগস্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস
    ১২ আগস্ট আর্ন্তজাতিক যুব দিবস
    ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস
    ১৫ সেপ্টেম্বর আর্ন্তজাতিক গনতন্ত্র দিবস
    ১৬ সেপ্টেম্বর আর্ন্তজাতিক ওজোন দিবস
    ১৮ সেপ্টেম্বর বিশ্ব নৌ দিবস
    ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস
    ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস
    ২৯ সেপ্টেম্বর বিশ্ব শিশু অধিকার দিবস

    ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস
    অক্টোবর মাসের ১ সোমবার বিশ্ব Habitat দিবস
    ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস
    অক্টোবর মাসের ২য় বুধবার আর্ন্তজাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস
    ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস
    ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
    ১২ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস
    ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস
    ১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি দিবস
    ১৫ অক্টোবর আর্ন্তজাতিক গ্রামীণ 
    মহিলা দিবস
    ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস
    ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস
    ১৭ অক্টোবর আর্ন্তজাতিক দারিদ্র 
    দূরীকরণ দিবস
    অক্টোবর মাসের ৩য় বৃহস্পতিবার আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস
    ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস
    ২৪ অক্টোবর বিশ্ব উন্নয়ন তথ্য দিবস
    ২৯ অক্টোবর বিশ্ব স্থাপত্য দিবস
    ৩১ অক্টোবর বিশ্ব মিতব্যয়িতা দিবস
    ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস
    ১৭ নভেম্বর আর্ন্তজাতিক শিক্ষার্থী দিবস
    ২০ নভেম্বর আর্ন্তজাতিক শিশু দিবস
    ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস
    ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা 
    বর্জন দিবস
    ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবস
    ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস
    ২ ডিসেম্বর আর্ন্তজাতিক দাসপ্রথা বিলুপ্ত দিবস
    ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস
    ৫ ডিসেম্বর বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস
    ৭ ডিসেম্বর আর্ন্তজাতিক বেসামরিক বিমান চলাচল দিবস
    ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস
    ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস
    ১১ ডিসেম্বর আর্ন্তজাতিক পর্বত দিবস
    ১৮ ডিসেম্বর আর্ন্তজাতিক অভিবাসী দিবস
    ২০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানব সংহতি দিবস

    নারীরা কবে প্রথম দৈনিক ১৬ ঘন্টার পরিবর্তে ১০ 
    ঘন্টা কাজের দাবীতে মিছিল বের করে?
    উঃ ৮ মার্চ, ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রে।
    নারীরা কবে প্রথম সম-মুজুরী ও
    ভোটাধিকারের জন্য মিছিল করে? 
    উঃ ৮ মার্চ, ১৯০২ সালে নিউইর্য়কে।
    কখন থেকে জাতিসংঘ আর্ন্তজাতিক
    নারী দিবস পালন করে? উঃ ১৯৮৪ সাল।
    কখন থেকে মে দিবস পালন করা হয়?
    উঃ ১ মে, ১৮৯০ সাল।
    মে দিবস প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা
    প্রালনকারী চার শহীদ বীর কে কে?
    উঃ আলবার্ট আর পার্সনস, আগাষ্ট
    স্টাইজ, এ্যাডলফ ফিমার ও জর্জ
    এ্যাঙ্গেল।
    ৮ ঘন্টা কাজের দাবিতে কবেপ্রথম
    শ্রমিক ধর্মঘট হয়? 
    উঃ ১৮৮৬ সালে সিকাগো শহরে।
    মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকেরা
    কবে ৮ ঘন্টা কর্মদিবসের দাবি
    প্রতিষ্ঠিত করে?
    উঃ ১ মে, ১৮৮৬ সালে।
    বাংলাদেশে কবে থেকে মে দিবস
    পালন করা হয়? উঃ ১৯৭২ সাল।
    বিশ্বে প্রথম কবে ট্রেড ইউনিয়ন গঠিত
    হয়? উঃ ১৮২৭ সালে।
    কবে থেকে কল-কারখানায় ধর্মঘটের
    প্রথা শুরু হয়? উঃ ১৮৬২ সাল।
    ইউনেস্কো কবে আর্ন্তজাতিক
    মাতৃভাষা দিবস ঘোষনা করে?
    উঃ ১৭ নভেম্বর,
    ১৯৯৯।
    ৮ মাচ কে কবে আর্ন্তজাতিক নারী
    দিবস ঘোষনা করা হয়? উঃ ১৯১০ সাল।
    নববর্ষের হিসাব কবে থেকে শুরু হয়?
    উঃ প্রায় দুই হাজার বছর পূর্বে রোম
    সম্রাজ্যে।
    রোমানদের বর্ষ শুরু হয় কোন তারিখে?
    উঃ ১ মার্চ।
    রোমান বর্ষপঞ্জি কে সংস্কার
    করেন? উঃ সম্রাট সিজার।
    সোসিজেনিসের
    পরামর্শে।
    বর্ষপঞ্জি সংস্কারের পরে ১ মার্চের
    পরিবর্তে নববর্ষ কত তারিখে হয়? উঃ ১
    জানুয়ারী।
    খ্রিষ্টাব্দ গণনা কি যিশুর জিবিত
    থাকতে শুরু হয়? উঃ না।
    খ্রিস্টাব্দ গণনার পূর্বে কিভাবে
    গণনা করা হত?
    উঃ রোম নগরীর প্রতিষ্ঠাকালকে
    ভিত্তি ধরে।
    কে ১৫৮২ সালের ৫ অক্টোবরকে ১৫
    অক্টোবর বলে গণনা করার সিদ্ধান্ত
    দেন?
    উঃ রোমের ত্রয়োদশ পোপ গ্রেগরি।
    কবে ১২ আগষ্টকে আর্ন্তজাতিক যুব
    দিবস ঘোষনা করা হয়? উঃ ১৭
    ডিসেম্বর, ১৯৯৯।
    কবে থেকে বিশ্ব মানসিক স্বাস্থ্য
    দিবস পালিত হচ্ছে?
    উঃ ১৯৯২ সাল
    থেকে।
    কবে থেকে বিশ্ব দারিদ্র দূরীকরণ
    দিবস পালিত হয়?
    উঃ ১৯৯৩ সাল
    থেকে।
    কবে থেকে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
    হচ্ছে?
    উঃ ২০০০ সাল
    থেকে।
    কবে বিশ্ব গ্রামীণ নারী দিবস
    পালনের সিদ্ধান্ত গ্রহীত হয়?
    উঃ ১৯৯৫ সালে বেইজিং নারী
    সম্মেলণ।
    বিশ্ব সাংবাদিকতা দিবস কবে
    থেকে পালিত হয়? উঃ ১৯৯১ সাল।
    কবে কোথায় প্রথম বিশ্ব মা দিবস
    পালিত হয়? উঃ ১০ মে, ১৯০৮ সালে,
    আমেরিকায়।
    গ্রিস সরকার কোন বছরকে
    আর্ন্তজাতিক সক্রেটিস বর্ষ ঘোষণা
    করেছে?
    উঃ ২০০১ সাল।
    কে প্রথম বর্ষপঞ্জি সংস্কার করেন?
    উঃ রোম সম্রাট জুলিয়াস সিজার।
    রোম সম্রাট সিজার কবে প্রথম
    ক্যালেন্ডারে হাত দেন?
    উঃ ৪৬ খ্রিষ্ট
    পূর্বাব্দে।
    জ্যোতিবিদগণ এক ক্যালেন্ডার বর্ষে
    কত দিন ধার্য করেছিলেন? উঃ ৩৬৫
    দিন।
    প্রথম প্রবর্তিত ক্যালেন্ডারে কয়
    দিনে মাস ধার্য ছিল? উঃ ৩০ দিন।
    প্রথম ক্যলেন্ডার কত সাল পর্যন্তু চালু
    ছিল? উঃ ১৬০০ সাল।
    নতুন ক্যালন্ডারের প্রবর্তন করেন কে?
    উঃ পোপ গ্রেগরী।
    নতুন ক্যালেন্ডার প্রবর্তনের কারণ
    কি? উঃ ৩৬৫ দিনে বর্ষ ধরাতে ১০
    দিনের
    গড়মিল দেখা দেয়া।
    জানুয়ারী মাসের নাম করণ করা হয়
    কার নামানুসারে? উঃ রোমান দেবতা
    জেনাসের।
    ফেব্র“য়ারী মাসের নাম করণ করা হয়
    কার নামানুসারে?
    উঃ রোমান ফেব্রুআরি (Februam) উৎসব
    থেকে।
    মার্চ মাসের নাম করণ করা হয় কার
    নামানুসারে?
    উঃ রোমান যুদ্ধদেবতা মার্স (Mars) এর
    নামানুসারে।
    এপ্রিল মাসের নাম করণ হয়েছে
    কিভাবে?
    উঃ ল্যাটিন শব্দ আপেরিরে (Aperire)
    হতে।
    জুন মাসের নাম করণ করা হয় কার
    নামানুসারে? উঃ রোমান সম্রাট
    জুনিয়াস (Zunius)।
    জুুলাই মাসের নামকরণ করা হয় কার
    নামানুসারে? উঃ স্বর্গদেবী জুলিয়াস
    (Zulius)।
    আগস্ট মাসের নামকরণ করা হয় কার
    নামানুসারে? উঃ রোম সম্রাট
    অগস্টাস (Agastas)।  




  • 0 Comments:

    MechContent

    Click on the link (MC) next to about our online class.

    MC

    ADDRESS

    Sardagong-1346, Gobindbari, Gazipur Sadar

    EMAIL

    mechcontent.duet@gmail.com
    abutuhin.duet@gmail.com

    TELEPHONE

    +880 9696 082 630
    +880 01601 082 630

    MOBILE

    01601 082 630
    01601 08 26 30